Blog Details

Thumbnail

শুক্রবার বিজয় দিবস উপলক্ষে পিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরা হাজী ক্যাম্প সংলগ্ন আর-রাহা হসপিটালের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যথারীতি সকাল ৯ টায় শুরু হয়ে উক্ত ক্যাম্প নিরবিচ্ছিন্ন ভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে। এ মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন আর-রাহা হসপিটালের হেড অব মেডিকেল সার্ভিস ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা এম এ ওয়াহিদ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা শাহ্ জেসমিন বাছির (তামান্না), দন্ত রোগ বিশেষজ্ঞ ও আমেরিকান ডেন্টাল এসোসিয়েশনের মেম্বার ডা মাইনুল হাসান ও আর-রাহা হসপিটালের মেডিকেল অফিসার ডা ইশরাত ফাতেমা প্রমূখ। ঢাকার এয়্যারপোর্টের হাজী ক্যাম্প সংলগ্ন আশকোনায় নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে গড়ে উঠা আর-রাহা হসপিটালে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা চিকিৎসা ব্যবস্থা। পূর্ণাঙ্গ এ জেনারেল হসপিটালটি তে সবধরনের অপারেশন, আধুনিক এনআইসিইউ সুবিধা এবং সব ধরণের পরীক্ষা - নিরীক্ষার ব্যবসথা ও রয়েছে। স্থানীয় জনসাধারণের মতে নতুন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়া এলেকাটি তে সুনামের সহিত সব ধরণের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আর-রাহা হসপিটাল

Logo