Blog Details

Thumbnail

🟥 এন্ডোস্কোপি কি ? এন্ডোস্কোপি এক ধরনের পরীক্ষা যার দ্বারা কোন প্রকার কাটা ছেড়া করা ছাড়াই শরীরের অভ্যন্তরের পরিষ্কার ছবি দেখা সম্ভব। কোন প্রকার কাটাছেঁড়া, রক্তপাত ছাড়াই সম্ভব হওয়ার কারণে এন্ডোস্কোপি এখন চিকিৎসক মহলে বহুল সমাদৃত একটি চিকিৎসা পদ্ধতি। এন্ডোস্কোপি কয়েক প্রকারের কাজে ব্যবহৃত হয়ে থাকে যেমন: রোগ নির্ণয়ের কাজে, চিকিৎসা করার কাজে এমনকি ক্যান্সার সন্দেহে শরিরের অভ্যন্তরের টিস্যু নিয়ে বায়োপসি করার কাজে। এন্ডোস্কোপি একটি সহজ পরীক্ষামূলক পদ্ধতি যা করা হয় এন্ডোস্কোপ নামক একটি যন্ত্রের সাহায্যে এর একটি নমনীয় নল বিদ্যমান যেটি কোন ছিদ্র দিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করানো হয়। 🟥 এন্ডোস্কোপি কেন করা হয়? চিকিৎসকরা এন্ডোস্কোপ ব্যাবহার করেন বাইপসি করার জন্য । এর মাধ্যমে রোগের উপস্থিতি সম্পর্কে জানা যায় । এছাড়াও এন্ডোস্কোপির সাহায্যে হজম প্রণালীর সমস্যা দূর করা সম্ভব হয়ে থাকে । উদাহরন স্বরূপ বলা যায় আলসার থেকে রক্তক্ষরণের কারন খুঁজে বের করার পাশাপাশি রক্তপাত বন্ধ করতেও সাহায্য করে । এন্ডোস্কোপি মূলত রোগ নির্ণয়ের কাজেই বেশী ব্যাবহৃত হয়। যেমন: গলা, বুক জ্বালাপোড়া, পেট ব্যাথা, বমি, বমির সাথে রক্ত আসা এসব রোগের কারণ উদঘাটন করতে এন্ডোস্কোপি করা হয়। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, খাদ্যনালীর আলসার, গ্যাস্ট্রোইনটেরাইটিস নামক রোগ নির্ণয় করতেও এন্ডোস্কোপির প্রয়োজন। শুধূ পাকস্থলীরই নয় মূত্রনালী, রেকটাম, পায়ুপথএর রোগ নির্ণয় করতেও এন্ডোস্কোপি একটি জনপ্রিয় মাধ্যম। তবে একেকজায়গায় একেকনামে এন্ডোস্কোপি করা হয় যেমন: ক্ষুদ্রান্ত্রের এন্ডোস্কোপিকে বলা হয় এন্টেরোস্কপি, বৃহদন্ত্র এর এন্ডোস্কোপিকে বলা হয়z কলোনস্কপি তেমনভাবে স্বাসনালির ক্ষেত্রে রাইনোস্কপি, ব্রঙ্কোস্কপি, কানের ক্ষেত্রে অটোস্কপি, মুত্রনালির ক্ষেত্রে সিস্টোস্কপি, জননতন্ত্রের ক্ষেত্রে কল্পস্কোপি। সরাসরি রোগ নির্ণয় ছাড়াও এন্ডোস্কোপির সাহায্যে শরিরের অভ্যন্তরের কোষ কেটে নিয়ে বায়োপসি করার কাজে পাঠানো হয়। যার দ্বারা ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়। শুধূ রোগ নির্ণয়েই নয় অপারেশন এর কাজেও এন্ডোস্কোপির বহুল ব্যবহার রয়েছে। পেটে, জননতন্ত্রের বিভিন্ন সমস্যায় ছোট ছিদ্র করে তার মধ্য দিয়ে এন্ডোস্কোপ এর নল ঢুকিয়ে খুব অল্প রক্তপাতের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয়। আবার শরীরের অভ্যন্তরের রক্তপাত বন্ধেও এন্ডোস্কোপ এর সাহায্যে ইলেকট্রোকটারি চিকিৎসা করা হয়। 🟥 এন্ডোস্কোপি করার ফলে কি কোন ধরণের সমস্যা হয়? না, কোন ধরনের সমস্যা হয় না। এটি খুব ই নিরাপদ পদ্ধতি। এন্ডোস্কোপি করার পর পরেই আপনি বাড়ী চলে যেতে পারবেন। হসপিটালে অবস্থান করার মতো কোন সমস্যা হবে না। তবে সামান্য অস্বস্থি ভাব ও বমি বমি ভাব হতে পারে। আর-রাহা হসপিটালে এন্ডোস্কোপি যন্ত্রের মাধ্যমে পেট না কেটে প্রস্টেট গ্রন্থির সফল অপারেশন করা হয়। সার্জারি বিশেষজ্ঞের প্রয়োজনে নিশ্চিন্তে চলে আসুন আর-রাহা হসপিটাল- এ। উন্নত প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের মাধ্যমে স্বল্প খরচে সকল প্রকার সার্জারী করা হয়। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের এপয়েন্টমেন্টে পেতে বা বিস্তারিত জানতে কল করুন-

📲 ০১৭১১২৬৯৪৮০, ০৯৬১০২২২৩৩৩

Logo